শিরোনাম
রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেঘনায় জমজমাট নৌকাবাইচ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেঘনা ও কাঁঠালিয়া নদীর মোহনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গত শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট নৌকাবাইচ। কুমিল্লা জেলার মেঘনা উপজেলা ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলার বিভিন্ন নৌ-যান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অত্যন্ত মনোমুগ্ধ এবং উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের হাজারও নারী-পুরুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ সকাল থেকে মেঘনা উপজেলার রামপুর এলাকায় মেঘনা ও কাঁঠালিয়া নদীর দুই পাশে ছোট ছোট  ট্রলার, স্পিডবোট নিয়ে উপস্থিত ছিলেন। মেঘনা ও কাঁঠালিয়া নদীর প্রায় ২ কিলোমিটারের মধ্যে ছোট-বড় মাঝারি তিনটি ইভেন্টে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হরিপুর গ্রামের হযরত আলীকে দেওয়া হয় ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। দ্বিতীয় বিজয়ী দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের কলিম উল্লাহকে দেওয়া হয় ওয়ালটন ফ্রিজ। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব নৌকার মালিককেই বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। গাজী সিরাজুল হক সেলিমের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ফারুক হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা সম্রাট জাহাঙ্গীর আলম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও ইউপি সদস্য জামান হোসেন প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর