রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনগণের বিপরীতে যাদের অবস্থান তারা ষড়যন্ত্র করছে : মতিয়া

নিজস্ব প্রতিবেদক

জনগণের বিপরীতে যাদের অবস্থান তারা ষড়যন্ত্র করছে : মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ হত্যা করেনি। যারা এই ইতিহাসের জঘন্যতম কাজটি করেছিল তারা তখন নানা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, আজও নানা পরিচয়ে এই দেশে আছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সাধারণ মানুষকে ভালোবাসতেন। তার কন্যা শেখ হাসিনাও সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জনগণের বিপরীতে যাদের অবস্থান তারা শেখ হাসিনাকে জনগণ থেকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করছে। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, হচ্ছে।’ গতকাল রাজধানীর ফার্মগেট-সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএসআরসি) মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি (বিএইএ)।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সম্পর্কে বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষের প্রতি তার যে দরদ, তার যে কমিটমেন্ট, তা অসাধারণ। ভূমিহীন মানুষকে লাল-সবুজের ঘরে (আশ্রয়ণ প্রকল্পের ঘরে) নিয়ে আসার জন্য শেখ হাসিনার যে উদ্যোগ তাও অভূতপূর্ব।’ তিনি বলেন, ‘আমরা যারা নির্বাচন করি এবং এলাকায় মানুষের কাছে যাই তখন লাল-সবুজের ঘর থেকে বেরিয়ে মানুষ যে বেহেশতের হাসি দেয়, তখন মনে হয় মানুষের মুখে এমন হাসি দেখার জন্যই বোধহয় এত দিন রাজনীতি করেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে কারা হত্যা করল, কী কারণে হত্যা করল তা অনুধাবন করা জরুরি। আমরা এত এত মিথ্যার মধ্যে বাস করি। বঙ্গবন্ধুকে না জানলে, তাকে নির্মোহভাবে অনুধাবন না করলে সেই মিথ্যা থেকে আমাদের মুক্তি ঘটবে না।’ প্রতিমন্ত্রী এ সময় বঙ্গবন্ধুর কৃষিভাবনার বেশ কিছু উদাহরণ টানেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে অনুভব করেছিলেন কৃষির আধুনিকায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রকৃত অর্থেই তিনি কৃষির আধুনিকায়ন করেছিলেন।’

আয়োজক সংগঠন বাংলাদেশ কৃষি অর্থনীবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান এমপির সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুভাষ সিংহ রায়, স্বাগত বক্তব্য দেন কৃষি অর্থনীবিদ সমিতির মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর