রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক

আইনজীবীদের পেশাগত সমস্যা সমাধান এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে দেশের প্রতিটি জেলা আইনজীবী সমিতিতে (বার) আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সামসুল হক চৌধুরী হলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এম এ তাহের, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সংগঠনটির সহসভাপতি অ্যাডভোকেট মো. আলী আজম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘দেশের আইনজীবীদের স্বার্থরক্ষায় দলীয় লেজুড়বৃত্তিক আইনজীবী সংগঠনগুলো ব্যর্থ। তাই আজ পেশাগত অধিকার ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে ১৯৭২ সালের সংবিধানের চার মূল নীতির আলোকে আইনজীবী গণসংগঠনের আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নবায়িত ‘সাইবার সুরক্ষা আইন’ জারির প্রস্তাব করা হয়েছে। সেটি যদি জনগণের মানবাধিকার পরিপন্থী হয়, সেক্ষেত্রে গণতান্ত্রিক আইনজীবী সমিতি এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর