শিরোনাম
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সংসদ নির্বাচনের আগেই ভোটার হচ্ছে যুক্তরাজ্য ও সৌদি প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের পর সংসদ নির্বাচনের আগেই অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট এনআইডি দিতে চায় নির্বাচন কমিশন। গতকাল কমিশন সভা শেষে ইসির এ সিদ্ধান্তের কথা জানান সচিব মো. জাহাংগীর আলম। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, বাংলাদেশি প্রবাসী নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবেও প্রবাসী বাংলাদেশিদের হাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই এনআইডি সেবা দেওয়ার আশা রাখেন সচিব। করোনা মহামারির সময় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দিতে অনলাইনে আবেদন নেওয়া শুরু করে। ছয়টি দেশে তা শুরু হলেও সাড়ে তিন বছর পর গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। সচিব বলেন, ‘আমরা এটা শুরু করেছি। কবে পাবে, না যাওয়া (দুই দেশে টিম) পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আশা করি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারব।’ ১৫টি দেশে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, কুয়েত, ওমান, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, জর্ডান, ইতালি, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডায় নিবন্ধন কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এনআইডি পেতে মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালদ্বীপে থাকা ৫ হাজারের বেশি প্রবাসী নাগরিক এরই মধ্যে আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর