শিরোনাম
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দল বদলের রাজনীতি রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে শুরু হয়েছে বিভিন্ন দলে যোগদানের রাজনীতি। এখানকার রাজনীতিতে এ বিষয়টি বেশ আলোচনায় এসেছে।

জানা গেছে, জেলা জাপার সাবেক দফতর সম্পাদক জাহিদ হোসেন লুসিড ও বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন। শনিবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হাতে ফুল দিয়ে তারা ওই দলে যোগ দেন। জাহিদ হোসেন লুসিড ও বাবলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে তারা শ্রমিক দলে যোগ দিয়েছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ে রাজপথে থাকারও অঙ্গীকার করেন তারা।

এদিকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা লাজ ফার্মার পরিচালক মো. রোহান চৌধুরী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। রবিবার সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুল দিয়ে তিনি ওই দলে যোগদান করেন। জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজি আবদুর রাজ্জাকসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি ও জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরও অনেকেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পারেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর