মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

একুশে আগস্ট ওয়ান-ইলেভেন একই সূত্রে গাঁথা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ২১ আগস্টের নৃশংস ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ‘একুশে আগস্ট’ আর ‘ওয়ান ইলেভেন’ একই সূত্রে গাঁথা। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের নৃশংস ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আসছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশ-বিদেশে জাতীয়তাবাদী শক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটা ভয়ংকর মাস্টারপ্ল্যান অনুযায়ী ২১ আগস্টের নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের হাইপার প্রোপাগান্ডা চালিয়ে আসছে আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, শেখ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রধান কণ্ঠস্বর তারেক রহমানকে এই বর্বরোচিত ঘটনায় জড়িয়ে সাজা দেওয়ার ঘটনা অবিচার ও ন্যক্কারজনক প্রহসনগুলোর অন্যতম বলে মনে করে দেশবাসী। তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের হাস্যকর চেষ্টা। এই সরকার প্রতিহিংসার পথরেখা ধরে এগোচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিশ্চিহ্ন করতে।

তিনি বলেন, ২১ আগস্টের নিরেট বাস্তবতার প্রামাণ্য আজ তুলে ধরেছেন তারেক রহমান। আজ সকালে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে তারেক রহমান দেশবাসীর সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ২০০৪ সালের ২১ আগস্টের নৃশংস ঘটনা প্রসঙ্গে কিছু অতীব গুরুত্বপূর্ণ, কিছু জিজ্ঞাসা, ২১ আগস্টের নির্মম ঘটনাটি ঘিরে কিছু প্রশ্ন জনগণের আদালতে উপস্থাপন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর