মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সর্বজনীন পেনশন স্কিম সময়োপযোগী পদক্ষেপ : ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেছেন, অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক পরিবর্তনে সর্বজনীন পেনশন স্কিম একটি সময়োপযোগী পদক্ষেপ। তিনি বলেন, সরকার প্রবর্তিত সর্বজনীন পেনশন স্কিম দেশের সব স্তরের মানুষকে টেকসই সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তিকরণে কার্যকরী একটি উদ্যোগ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। ঢাকা চেম্বার সভাপতি বলেন, এ উদ্যোগ ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস করবে এবং সরকারের আর্থিক চাহিদা মেটাতে নতুন নতুন আর্থিক উৎসের সৃষ্টি করবে। বেসরকারিখাতে ঋণ প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বিদেশি ঋণ গ্রহণ হ্রাস করবে। যা দেশের জিডিপিতে বিনিয়োগের অংশীদারত্বকে বৃদ্ধি করবে। এ ছাড়াও বেসরকারি খাতের জন্য প্রতিযোগী মূল্যে অর্থ প্রাপ্তিতেও সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর