শিরোনাম
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এবার দুর্নীতির দায়ে রিজেন্টের সাহেদের তিন বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

এবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানীর রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৭ এপ্রিল সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে সাহেদ করিমের বিরুদ্ধে ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা করেন। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ ৩৬টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১০ সালের ১৮ আগস্ট চেক জালিয়াতি মামলায় সাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর