মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দেশে ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস সঞ্চিত আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ব্রিটিশ কোম্পানির কাছ থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিয়ে পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয় করার বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল দূরদর্শিতার ফসল। বাংলাদেশ এসব গ্যাসক্ষেত্র থেকে এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস বিক্রি করেছে। আর বর্তমান মূল্যে আরও ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস সঞ্চিত আছে। গতকাল বিদ্যুৎ ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিকসহ প্রতিটি খাতে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যে অবদান রেখে গেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর