মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। সাবেক এই শ্রমিকনেতার মৃত্যুবার্ষিকীতে সকালে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিওড়া কাজীবাড়িতে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণসভাসহ নানা কর্মসূচি পালিন করা হবে। দোয়া মাহফিল ও স্মারণসভায় মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী, সংবাদকর্মীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন কাজী জাফর আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা। কাজী জাফর আহমদ ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর রয়েছে ৬০ বছরের এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা।

ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। ১৯৫৫ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন। তিনি ১৯৬২-৬৩ সালে অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (এপসু) সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে সামরিক শাসন ও শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে কাজী জাফর আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর