বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বেতন বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। তারা ঢাকা-জয়দেবপুর সড়কের একাংশের ওপর অবস্থান নিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ ও সমাবেশ করে। গতকাল সিটি করপোরেশনের সদর থানাধীন লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড এবং ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানান, কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার কর্মী কাজ করেন। তাদের চার মাসের বেতন ও দুটি ঈদ বোনাসসহ বিভিন্ন ভাতাদি পাওনা রয়েছে। শ্রমিকরা পাওনাদি পরিশোধের জন্য দাবি জানিয়ে আসছে। এ নিয়ে শ্রমিকরা ইতিপূর্বে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। শ্রমিক আন্দোলনের মুখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে কারখানার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হলেও কোনো সমাধান হয়নি। তারা জানান, প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গতকাল শ্রমিকরা কারখানায় আসেন। কিন্তু তারা মালিক পক্ষের লোকজনকে না পেয়ে কারখানায় অবস্থান নেন ও কাজে যোগ না দিয়ে বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দফতরের উদ্দেশে রওনা হন। সেখানে এসে তারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি আফিসের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কের একাংশের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে তারা পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ ও অবস্থানের পর স্মারকলিপি প্রদান শেষে শ্রমিকরা এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুর মেট্রোপলিন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, বকেয়া পাওনাদিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। একপর্যায়ে তারা একটি স্মারকলিপি প্রদান করে এলাকা ত্যাগ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর