শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজশাহী যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী যুবলীগ অবশেষে চাঙা হতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর মহানগর ও ৩ সেপ্টেম্বর জেলা যুবলীগের সম্মেলন। সাত বছর পর এই সম্মেলনের আয়োজন। নেতৃত্ব প্রত্যাশীরা সম্মেলন ঘিরে তৎপরতা শুরু করেছেন। তৃণমূলও চাঙা হয়েছে। রাজশাহী মহানগর যুবলীগের বর্তমান সভাপতি রমজান আলী বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক আদেশে সম্মেলনের দিন ধার্য করে মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা সম্মেলনের প্রস্তুতির কাজ শুরু করেছি। মঙ্গলবার বর্ধিত সভা হয়েছে। এতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ মহানগর যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আগের কমিটির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুকে আবারও একই দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রায় ২০ বছর ধরে তারাই মহানগর যুবলীগের নেতৃত্বে আছেন। তবে এবার প্রার্থী হচ্ছেন না বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের হাইকমান্ডে তারা জীবনবৃত্তান্ত জমাও দেননি। গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্র। মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ২৮ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ১০ ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন। রাজশাহী জেলা যুবলীগের কমিটি হয়েছিল ২০১৬ সালের ১৫ মার্চ। ওই সম্মেলনে আবু সালেহ সভাপতি ও এ এইচ এম খালিদ ওয়াসি কেটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা যুবলীগের দুই পদের জন্য ২২ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন। সভাপতি পদে আগ্রহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক বলেন, বছরের পর বছর সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এখন সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় তৃণমূলের নেতারা খুশি। সভাপতি প্রার্থী তৌরিদ আল মাসুদ রনি বলেন, দীর্ঘদিন পর সম্মেলনের ঘোষণায় উজ্জীবিত নেতারা। বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে সাধারণ নেতা-কর্মীরা খুশি। আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিশ্বাস মতিউর রহমান বাদশা বলেন, যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন তাদের খোঁজখবর রাখছেন সংগঠনের চেয়ারম্যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর