শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
দোহাজারী-কক্সবাজার রেললাইন

সংস্কার করা হচ্ছে ক্ষতিগ্রস্ত অংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

দোহাজারী-কক্সবাজার রেললাইনে বন্যায় ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু করা হয়েছে। রবিবার থেকে রেললাইনের তেমুহনী এলাকা থেকে সংস্কার কাজ শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।  জানা যায়, গত ৬ থেকে ৯ জুনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় পানির স্রোতে কক্সাবাজার দোহাজারী রেললাইনের প্রায় ৪০০ মিটার এলাকা থেকে পাথর ও মাটি সরে যায়। এরপর শনিবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং কারিগরি টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কারিগরি টিমের পরামর্শ মতে সংস্কার কাজ করা হচ্ছে বলে জানা যায়। তবে রেল লাইন মেরামত করা হলেও তেমুহনী এলাকায় নতুন করে এখন কালভার্ট তৈরি করা হচ্ছে না। আগামী শুষ্ক মৌসুমে এ কাজ করা হবে। কক্সবাজার-দোহাজারী রেললাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া এবং হারবাং এলাকায় বাকি থাকা কাজও চলছে। আশা করি, নতুন এবং মেরামত কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হবে। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে দোহাজারি-কক্সবাজার  লাইনে রেল চলাচল শুরু হবে।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর