শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাপের কামড়ে বেশি মানুষ মারা যায় খুলনা বিভাগে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সারা দেশে প্রতিবছর প্রায় সাড়ে ৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। এর মধ্যে খুলনা বিভাগে কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে সাপের কামড়ে মৃত্যুর হার বেশি। পরিসংখ্যানে বলা হয়, খুলনা বিভাগে ১ লাখ দংশিতের মধ্যে ৬১৫ জন মারা যায়। যা বাংলাদেশে সর্বোচ্চ। বন্যপ্রাণী ও সাপ বিষয়ে গবেষক আবু সাঈদ ‘সর্পদংশন, প্রতিকার ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করেন। গতকাল পশ্চিম সুন্দরবন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. আবু নাসের মোহসিন হেসেন। কর্মশালায় আবু সাঈদ জানান, সাপে কামড়ালে ৬১ ভাগ লোক ওঝার কাছে যায়। যেটা সবচেয়ে বড় ভুল। এ ক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। সাপে কাটলে আক্রান্ত স্থান ব্লেড দিয়ে কাটা, দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধা, আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করা যাবে না। সাপের কামড়ে বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে যে, ভয়ের কিছু নেই, এর চিকিৎসা রয়েছে। কর্মশালায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর