বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গণমানুষের জন্য কাজ করাই হলো সাংবাদিকতা : ফরিদা ইয়াসমিন

জাবি প্রতিনিধি

গণমানুষের জন্য কাজ করাই হলো সাংবাদিকতা : ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, সাংবাদিকতা এক ধরনের নেশার মতো। গণমানুষের জন্য কাজ করাই হলো সাংবাদিকতা। গতকাল বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের বিদায় ও ৫১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, গণমানুষের জন্য কাজ করা হলো সাংবাদিকতা। সাংবাদিকতাকে ভালোবাসতে হয়। এটি এমন এক ধরনের পেশা যা নেশার মতো। প্রতিকূল পরিস্থিতিতেও সাংবাদিককে চোখ-কান খোলা রাখতে হয়। সাফল্যের কোনো শর্টকাট নেই। যারা সাংবাদিকতা করতে চাও তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। অন্য সব পেশার জন্যও একই কথা প্রযোজ্য। নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির বলেন, সাংবাদিকতা সব সময়ই চ্যালেঞ্জিং পেশা। এটা জেনেই তাকে এখানে আসতে হবে। কয়েক দশক আগেও তা পেশা হিসেবে তেমন গুরুত্ব পেত না। কিন্তু এখন ভিন্ন কথা বলছে। এখন তা ডিজিটাল ফর্মে এসে বৈশি^ক হয়েছে। তাই সেভাবেই নিজেকে তৈরি করে এখানে আসতে হবে। নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং প্রবীণদের জন্য শুভকামনা জানিয়ে সমাপনী বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অন্যান্য শিক্ষক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর