বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অনলাইন জুয়ার ডেভেলপার অ্যাডমিনসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও আশপাশ এলাকা থেকে এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া অ্যাপসের ডেভেলপার, অ্যাডমিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ইনফ্রম এটিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন শরিফুল ইসলাম (২৩), সোলাইমান (২৩) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)। গতকাল এটিইউয়ে দায়িত্বরত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এলকে প্লেজোন একটি জুয়ার অ্যাপ; যার মাধ্যমে কয়েক হাজার ব্যক্তি একই সঙ্গে অনলাইনে জুয়া খেলায় অংশ নিতে পারে। এসব অবৈধ অনলাইনভিত্তিক জুয়া খেলায় অংশ নিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছে। এ-সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের একপর্যায়ে গ্রেফতার শরিফুল ইসলামের এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া প্ল্যাটফরমের সঙ্গে অ্যাডমিন হিসেবে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়।

তাকে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অ্যাডমিন ও ডেভেলপার সোলাইমানকে আশুলিয়া এবং একাধিক জুয়া অ্যাপস তৈরি ও পরিচালনায় সহায়তাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশকে দক্ষিণখান থেকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর