বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ফেসবুকে উসকানি আওয়ামী লীগ নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় ফেসবুকে উসকানি দেওয়ায় রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। তিনি খুলনা সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, ১৬ আগস্ট ডুমুরিয়া সদরে শোকসভা শেষে ২ হাজার ৫০০ প্যাকেট মুরগির রোস্টসহ খিচুড়ি বিতরণ করা হয়। কিন্তু ‘প্রিয়াংকা সাহা’ নামে ফেসবুক আইডি থেকে ‘গরুর খিচুড়ি রান্না করে হিন্দুদের দেওয়া হয়েছে’ বলে উসকানি দেওয়া হয়। এ ঘটনায় তিনি খুলনা সদর থানায় জিডি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো নির্বাচনী এলাকায় প্রার্থীর কার্যক্রম পরিচালনা করা, উন্নয়ন বার্তা পৌঁছানোর অধিকার রয়েছে। কিন্তু শুরুতেই আমার পোস্টার ছিঁড়ে ও অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।

তিনি বলেন, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোনো কোনো জনপ্রতিনিধি শক্ত অবস্থান নেওয়ায় ডুমুরিয়ার ১৪ ইউনিয়নের মধ্যে ১২টিতে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হন। এ পরাজয়ে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়; যা স্থানীয় দলীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, দলীয় প্রধান যাকে যোগ্য মনে করবেন তাকেই এ আসনে মনোনয়ন দেবেন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর