বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
জাতীয় পেনশন স্কিম

মধ্যবয়সীরা বেশি নিবন্ধন করছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পেনশন স্কিমে বেশি আগ্রহ দেখাচ্ছেন মধ্যবয়সীরা, যাঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। সংখ্যার দিক থেকে ৪১ থেকে ৫০ বছর বয়সীরা দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে বিভাগভিত্তিক সংখ্যায় এগিয়ে ঢাকা বিভাগের বাসিন্দারা আর পিছিয়ে সিলেট বিভাগের বাসিন্দারা। গতকাল জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার পর্যন্ত চাঁদা পরিশোধসহ নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৬ হাজার ১০৩ জন। এদের জমার পরিমাণ ৩ কোটি টাকার বেশি। নিবন্ধন সম্পন্ন করাদের মধ্যে সোমবার পর্যন্ত ৩১ থেকে ৪০ বছর বয়সী ছিলেন ২ হাজার ৬৫৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১ হাজার ৮৩৭, ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ১ হাজার ১৯৮, ১৮ থেকে ২০ বছর বয়সী রয়েছেন ৭৬ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন ৩১৩ জন। এ ছাড়া বিশেষ বিবেচনায় ৬০ বছরের বেশি রয়েছেন ২৫ জন। অন্যদিকে বিভাগভিত্তিক সংখ্যায় এগিয়ে রয়েছেন ঢাকা বিভাগের বাসিন্দারা। এ বিভাগে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ৮৩৯ জন, দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন। তৃতীয় স্থানে থাকা খুলনা বিভাগে নিবন্ধিত হয়েছেন ৭৩১ জন, রাজশাহী বিভাগে ৫৪৪ জন, রংপুর বিভাগে ৩৯০ জন, বরিশাল বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫২ জন। সবচেয়ে কম নিবন্ধন করেছেন সিলেট বিভাগে ২০৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর