বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কৃষিকাজের আড়ালে অস্ত্র তৈরি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ি এলাকায় দিনের বেলায় করতেন কৃষিকাজ। সূর্য অস্ত গেলে একেকজন হয়ে যেতেন অস্ত্রের কারিগর। পরে তাদের তৈরি সেই অস্ত্র বিক্রি হতো অপরাধীদের কাছে। কয়েক বছর ধরে নির্বিঘ্নে অস্ত্র তৈরি করে এলেও অবশেষে র‌্যাব সদস্যরা সন্ধান পেয়েছেন গহিন অরণ্যের সেই অস্ত্র তৈরির কারখানার। অভিযানে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মো. জাহাঙ্গীর আলম এবং মো. ইমন নামে দুই ব্যক্তিকে। মঙ্গলবার সীতাকুন্ডের দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করলেও গতকাল তা গণমাধ্যমকে অবহিত করে র‌্যাব। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, সীতাকুন্ডের ছিন্নমূল পাথরিঘোরার দুর্গম এলাকায় অস্ত্র তৈরি করে তা বিভিন্ন অপরাধীর কাছে বিক্রি করে আসছিল চক্রটি। গোপন সূত্রে এ খবর পেয়ে মঙ্গলবার টানা অভিযান চালানো হয়। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুই অস্ত্র কারিগরকে। 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান অস্ত্র তৈরির কারিগররা দিনের বেলায় কৃষিকাজ করত। রাতে অস্ত্র তৈরি করত। তারা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর