শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাঈদীর জানাজায় অংশগ্রহণ শিক্ষককে শোকজ

বহিষ্কার আরও ২৪ ছাত্রলীগ নেতা

প্রতিদিন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় অংশ নেওয়ায় ঝালকাঠিতে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়া সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আরও ২৪ ছাত্রলীগ নেতা সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন। এর মধ্যে ভোলায় পাঁচজন, ঝিনাইদহে ১০ জন ও ফরিদপুরে ৯ জন বহিষ্কার হন।

প্রতিনিধিদের পাঠানো তথ্য।

ঝালকাঠি : জেলার রাজাপুরে সাতুরিয়া এমএম উচ্চবিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানের বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় অংশ নেওয়ার অভিযোগ ওঠেছে। এ জন্য ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অবশ্য জানাজায় অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।

ভোলা : সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ শাখা) ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম; বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিকুরুল ইসলাম বাহার; দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খসরু ও সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মিরাজ আফসান।

ঝিনাইদহ : সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম রেজা, মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খান, নেপা ইউনিয়ন শাখার সভাপতি মুশফিক হাসান, নাটিমা ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কালীগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কর্মী মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মী মোস্তফা ইবনে মাসুদ, সাদমান হাবিব, এ এন তুষার ও মিরাজুল ইসলাম।

ভাঙ্গা (ফরিদপুর) : সাঈদী ইস্যুতে ফরিদপুর জেলা ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের দুই সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ ওরফে সৌরভ ও তাপস মল্লিক। উপ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন ওরফে অর্পি, সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কাজী, নগরকান্দা উপজেলা কাইচাইল ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য রিফাত আলিম এবং বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার কর্মী মোস্তাফিজুর হাসান, কাওসার তালুকদার ও রাজিব হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর