বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রংপুরে যুবককে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মুন্সিপাড়ার মনোয়ারুল ইসলাম নামে এক যুবককে হত্যা মামলায় আবদুর রহিম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপাড়ায় একটি বাড়িতে বসে জুয়া খেলার সময় টাকা নিয়ে লালমসজিদ এলাকার কফিল উদ্দিনের ছেলে আবদুর রহিমের সঙ্গে আশেক আলীর ছেলে মনোয়ারুল ইসলামের কথা কাটাকাটি ও ঝগড়া বাধে। এক পর্যায়ে আবদুর রহিম কুপিয়ে মনোয়ারুল ইসলামকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পর দিন নিহত মনোয়ারুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

মামলায় আবদুর রহিমের নামসহ আরও তিন-চারজন আসামির নাম উল্লেখ করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি আবদুর রহিমকে গ্রেফতার করে। পরে আবদুর রহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ তদন্ত শেষে আবদুর রহিমের নামে চার্জসিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামি আবদুর রহিমকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, আবদুর রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায়  বিচারক এ রায় প্রদান করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবদুর রশীদ চৌধুরী বলেন, তার মক্কেল ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর