বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খুলনার বৃক্ষমেলায় ৭১ হাজার চারা বিক্রি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে। গতকাল খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্বাবলম্বী হচ্ছেন। বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন বন সংরক্ষক মিহির কুমার দে, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি জয়বেদ  চৌধুরী, এস এম বদরুল আলম রয়েল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর