শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় তিন নাটক

একই দিনে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো তিন নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় কুষ্টিয়ার বোধন থিয়েটারের নাটক ‘আমার সাধ না মিটিলো, পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার ৫২ এর নাটক ‘নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’ এবং স্টুডিও থিয়েটার হলে পালাকার প্রযোজিত নাটক ‘উজানে মৃত্যু’। গতকাল সন্ধ্যায় একই সময়ে মঞ্চায়ন হয় নাটকগুলো। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত পালাকারের ‘উজানে মৃত্যু’ নাটকটির নির্দেশনায় ছিলেন শামীম সাগর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আসাদুজ্জামান শুভ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, সাজ্জাদ হোসেন, মুনিরা অবনী, ফাহমিদা মল্লিক, অধরা হাসান প্রমুখ। অন্যদিকে, থিয়েটার ৫২ এর ‘নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মো. নজরুল ইসলাম, সুরভী রায়, আদিব মজলিশ খান, আরিয়ান শাকিল, মোহাম্মদ নাদিম হাসান, বনানী সাহা, মো. শিবলী সাদিক, জেকি আক্তার, মরিয়ম আক্তার, অপূর্ব রায়, মো. রবিউল ইসলাম, দেবজ্যোতি রায় বিশাল, অপু রায়, জয়িতা মহলানবীশ, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক প্রমুখ।

আর কুষ্টিয়ার বোধন থিয়েটারের ‘আমার সাধ না মিটিলো’ নাটকটিতে অভিনয় করেছেন আঞ্চলিক এই নাটকের দলটির নিয়মিত শিল্পীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর