বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কাভার্ডভ্যান বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে কাভার্ডভ্যান বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আল-আমিন (৩২)। তিনি ওই কাভার্ডভ্যান চালকের সহকারী ছিলেন। মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঢামেকে নিয়ে আসা ট্রাকচালক কবির হোসেন গতকাল জানান, রাত ৯টায় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে তার কাভার্ডভ্যানে মিস্ত্রিরা ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এসময় আল-আমিন তাদের সহযোগিতা করছিলেন। একপর্যায়ে কাভার্ডভ্যান পুরোটাই বিদ্যুতায়িত হয়ে যায়।

বুঝতে না পেরে আল-আমিন কাভার্ডভ্যান ধরেন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আল-আমিন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা কাজিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তেজগাঁও এলাকায় থাকতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর