শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অর্থ ব্যয় হয়, মশা নিধন হয় না

১৩ বছরে ১৫ কোটি টাকা খরচ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অর্থ ব্যয় হয়, মশা নিধন হয় না

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের মশা নিধন কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি বছরের বিভিন্ন সময় মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করে। গত ১৫ বছরে মশা নিধন খাতে চসিক খরচ করেছে ১৫ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। তার পরও উৎপাদন হচ্ছে এডিস মশা। মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি আগস্টেই মারা গেছেন ২৫ জন। নগরবাসীর প্রশ্ন- এত টাকা খরচ, এত আনুষ্ঠানিকতা, এত আয়োজনের পরও কেন এত মশা। তাহলে কি মশা নিধন অসম্ভব? এত অর্থ ব্যয় হলেও মশা নিধন হয় না কেন? তবে চসিক বলছে, কেবল ওষুধ ছিটালে হবে না। প্রত্যেক নাগরিককে অবশ্যই সচেতন হতে হবে। বাড়ির আশপাশে আবর্জনা ও পানি জমিয়ে রেখে মশা নিধন করলে তার সুফল কখনো মিলবে না। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক বলেন, অর্থ ব্যয় হয়, আনুষ্ঠানিকভাবে মশা নিধন কর্মসূচি পালন করা হয়, কিন্তু মশা উৎপাদন নিয়ন্ত্রণ করা যায় না। আমরা মনে করি, এখানে শুভংকরের ফাঁকি আছে। মশা নিধন কাজগুলো যথাযথ না হলে অর্থের অপচয় তো হবেই। একই সঙ্গে খাল-নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করলে মশা উৎপাদন কখনো বন্ধ হবে না। চসিকের ম্যালেরিয়া ও মশা নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহী বলেন, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে মশা উৎপাদনের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এর সঙ্গে আছে খাল-নালা-নর্দমা ভরাট থাকা, পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা। তবে মশা নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন না হলে জরিমানা বা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে কখনো মশা নিয়ন্ত্রণ করা যাবে না। জানা যায়, চসিক নগরের মশা প্রজননের ৪৩৩টি হটস্পট চিহ্নিত করে। তা ছাড়া ডেঙ্গু শনাক্ত হয়েছে এমন ৫৭টি স্পট চিহ্নিত করে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক জরিপে নগরের ৩০ শতাংশ বাসায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ২১টি ওয়ার্ডে মশার ঘনত্ব বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। গতকাল পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।

 এর মধ্যে পুরুষ ১৩, মহিলা ১৮ ও শিশু-কিশোর ১৯। গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ৪ হাজার ৯৪৬ জন। পুরুষ ২ হাজার ২৪৪, মহিলা ১ হাজার ৪০৮ ও শিশু-কিশোর ১ হাজার ২৯৪।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর