শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আ স ম রবকে এক হাত নিলেন সাবেক এমপি নিজান

লক্ষ্মীপুর প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও শরিক দলগুলোর কোনো সিদ্ধান্ত না থাকলেও ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের কঠোর সমালোচনা করে এক হাত নিয়েছেন তিনি। কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক আশরাফউদ্দিন নিজান এক সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি রামগতিতে তাঁর বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। ওই সময় তিনি যেসব কথা বলেন তার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দর্শকশ্রোতারা সাগ্রহে তা উপভোগ করেন।

ভিডিওতে দেখা যায় নিজান বলছেন- কাদের সিদ্দিকি, সুলতান মুনসুর, কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না তারা সবাই আওয়ামী লীগের লোক। ১৯৮৬ সালে বিএনপি নির্বাচন করেনি, কিন্তু আ স ম রব ভোট করেছেন। আরও কয়েকটি ভোটে হেরে যাচ্ছিলেন রব। ১৯৮৮ সালে এরশাদের গৃহপালিত বিরোধী দল হয়েছেন আ. স. ম আবদুর রব। ১৯৯৬ সালে বিএনপি এক সিটের জন্য সরকার গঠন করতে পারেনি। তিনি আবার শেখ হাসিনার কাছে গিয়ে ওই সিট দিয়ে দিয়েছেন। অতএব এ ধরনের লোকদের আমরা গ্রহণ করা দূরের কথা, আশপাশেও জায়গা দিব না। নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নিজান বলেন, ‘আমাদের আন্দোলনের প্রস্তুতি যেমন থাকবে, ভোটের প্রস্তুতিও তেমনি থাকবে। কারণ হঠাৎ করে ভোট করা যায় না। আপনারা মনে করেন মানুষ ভোট দিয়ে দেবে না। ভোটের একটা কারিশমা আছে। আমি তো একজন ক্যান্ডিডেট, গত আট বছর কেন্দ্রেই যেতে পারিনি। সভা-সমাবেশ গণসংযোগ করতে পারিনি তিন-চার বছর। অতএব যেমনিভাবে আন্দোলনে সক্রিয় আছি, তদ্রুপ আমরা আরও বেশি করে ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। যেন শেখ হাসিনার পতন হলেই বা শেখ হাসিনা রিজাইন করলে আমরা কাউকে না বলে ভোটে নেমে যেতে পারি। কারণ এখানে (লক্ষ্মীপুর-৪ আসন) আমিই বিএনপির একমাত্র প্রার্থী। এখানে আর কোনো ক্যান্ডিডেট নাই। আশরাফ উদ্দিন নিজান তাঁর ভিডিও বক্তব্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শরিক দলের অন্যান্য যেসব নেতার বিষয়ে বলেছি, তারা যে কোনো সময় বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজেদের স্বার্থ হাসিলে সটকে পড়তে পারে। তাই আগে থেকেই এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক বার্তা দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর