শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জীবন নিয়ে নয় আমরা উদ্বিগ্ন রাষ্ট্র নিয়ে : ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল নেতারা বলেছেন, ‘জীবন নিয়ে উদ্বিগ্ন নই, আমরা উদ্বিগ্ন আমাদের রাষ্ট্র নিয়ে, হাজারো শিক্ষার্থীর জীবন নিয়ে।’ তারা বলেন, ‘এক যুগের বেশি সময় ধরে অনেক নেতা-কর্মী বাড়িতে যেতে পারে না। দুই ঘণ্টা নিদ্রায় যেতে পারে না। সব সময় রাষ্ট্রীয় বাহিনী আমাদের পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে।’ অস্ত্রসহ ছাত্রদলের নেতাদের গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবিকে ‘দুর্বল স্ক্রিপ্টের নাটক’ বলে অভিহিত করেছেন সংগঠনটির নেতারা। বলেছেন, তাদের সংগঠনের নেতা-কর্মীরা কলমের রাজনীতি করেন, অস্ত্রের নয়। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজাম উদ্দিন রিপন, মাহবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, নাসির উদ্দিন নাসির, রাকিবুল ইসলাম রাকিব, নাদির শাহ পাটোয়ারী, মঞ্জুর রিয়াদ, তাইফুর রহমান ফুয়াদ, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর