শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘাতকচক্র এখনো সক্রিয় : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটানো হয়েছিল। ঘাতকচক্র এখনো সক্রিয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিল সেদিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাতেও অমানবিকভাবে সেদিন বাধা দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। সভায় সভাপতিত্ব করেন এম এ করিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর