শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে নীরব আতঙ্ক ডেঙ্গু

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে নীরব আতঙ্ক ডেঙ্গু

চট্টগ্রামে থামছেই না ডেঙ্গুর চোখ রাঙানি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু সমানে বাড়ছে। উপসর্গ দেখা দেওয়ার পরপরই তৈরি হচ্ছে সংকটাপন্ন অবস্থা। পরে মৃত্যুর ঘটনাও ঘটছে। এরই মধ্যে নগরের বাওয়া স্কুলে এক মাসে ছাত্রী-শিক্ষক মিলে ১০৭ জন আক্রান্ত হয়। ফলে সবার মধ্যে নীরব আতঙ্ক ভর করেছে। এ নিয়ে দায়িত্বশীল কারও কোনো তৎপরতা দৃশ্যমান নেই। অভিযোগ আছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঢাকঢোল পিটিয়ে মশকনিধন কার্যক্রম শুরু করে। কিন্তু এলাকায় স্প্রেম্যানদের দেখা মেলে মাঝেমধ্যে। চসিক ওষুধ ছিটানোর কথা দাবি করলেও স্থানীয়রা দেখেন না তাদের। এ কারণে মশকনিধন কাজ নিয়েও প্রশ্ন তৈরি হয়। আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা শাহেদ আলম বলেন, ‘সাধারণ সময়ে তো স্প্রেম্যানদের দেখা যায় না। এখন ডেঙ্গুর প্রকোপ চলাকালেও তাদের দেখা যাচ্ছে না। কেবল শুনি মশকনিধন কর্মসূচির কথা। চোখে দেখি না। তাহলে ওষুধ কোথায় ছিটানো হয়?’ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ৫ হাজার ১৭ জন। এর মধ্যে মহানগরে ৩ হাজার ৪৪৫ ও উপজেলায় ১ হাজার ৫৭২ জন। পুরুষ ২ হাজার ২৭৩, মহিলা ১ হাজার ৪২৭ ও শিশু ১ হাজার ৩১৭। আগস্টেই আক্রান্ত হয় ২ হাজার ২৪১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ৫০ জন। পুরুষ ১৩, মহিলা ১৮ ও শিশু ১৯। কেবল আগস্টের ২৫ দিনে মারা যায় ২৫ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এখনো ডেঙ্গুর প্রকোপ চলছে। প্রতিদিনই নতুন আক্রান্ত হচ্ছে। তাই ডেঙ্গুকে কোনোমতেই অবহেলা করার সুযোগ নেই। আমাদের হাসপাতালগুলোয় ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি আছে। তাই কেউ জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে নিয়ে আসে।’ জানা যায়, নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) প্রাকপ্রাথমিক থেকে দশম শ্রেণির প্রায় ১০৭ শিক্ষার্থী গত এক মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রাতঃশাখার শিক্ষার্থী ৬৮ ও দিবাশাখার ৩৯ জন। তবে ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে। বাওয়া স্কুলের এক শিক্ষক বলেন, গত এক মাসে ১০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে এখন অনেকেই সুস্থ হয়েছে, কেউ কেউ চিকিৎসাধীন। ছয়জন শিক্ষক আক্রান্ত হলেও চারজন সুস্থ হয়েছেন, দুজন চিকিৎসাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর