শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব মোশতাক ও জিয়া : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব মোশতাক ও জিয়া : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন, তখন ১ কোটি মানুষ ভারতে শরণার্থী, দেশের মানুষ ছিল বাস্তুচ্যুত। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু বাস্তুচ্যুতদের পুনর্বাসন করেছেন। তিনি বেঁচে থাকলে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যেত। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার প্রধান কুশীলব দুজন, একজন খন্দকার মোশতাক, অন্যজন জিয়াউর রহমান।

সকালে জিয়া শেভ করছিলেন। এত সকালে তিনি কোথায় যাওয়ার জন্য শেভ করছিলেন। হত্যার মাধ্যমে জিয়া পরিবারের উত্থান। জিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন ১৫ আগস্ট, তার ছেলে তারেক ঘটিয়েছে ২১ আগস্ট।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বদলে যাওয়া বিএনপি-জামায়াতের পছন্দ না। তারা টেনেহিঁচড়ে আমাদের নামাতে চায়। বিদেশিরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের কথা গ্রহণ করেনি। তাই তারা এখন বিদেশিদের কাছে যাওয়া কমিয়ে দিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সভায় সভাপতিত্ব করেন। সংরক্ষিত এমপি আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা বেগম আখতার জাহান, আয়েন উদ্দিন এমপি এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর