শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ হলো আমাদের অহংকার’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শ হত্যা করা যায়নি। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১ মিলনায়তনে’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডিএমপির ডিসি (ডিবি) মো. আবদুল আহাদের সঞ্চালনায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির অনুষ্ঠানে বক্তৃতা করেন। মুখ্য আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর