সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
হাঁটুপানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

এক ঘণ্টা পিছিয়ে শুরু এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পর শুরু হয়েছে। গতকাল চট্টগ্রামসহ তিন বোর্ডের প্রথম চারটি স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিনও জলাবদ্ধতার কারণে পরীক্ষা পিছিয়ে যায় এক ঘণ্টা। তবে পরীক্ষা কেন্দ্রে আসতে কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি মাড়িয়ে আসতে হয়েছে পরীক্ষার্থীদের। ফলে দুর্ভোগের কারণে পরীক্ষা পিছালেও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না মাধ্যমিকের এসব শিক্ষার্থীর।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে নগর ও আশপাশের কেন্দ্রগুলোতে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘণ্টা পর। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১৩ আগস্ট রাতে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়। রবিবার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে। নগরের বাকলিয়া এলাকা থেকে পরীক্ষায় অংশ নিতে যাওয়া সাইফুদ্দীন বলেন, বাসার মুখে এক হাঁটু পানি হয়েছে, তার ওপর বৃষ্টি পড়ছে। আগের দিন বৃষ্টি না হলেও আজকের বৃষ্টিতে বের হওয়া মুশকিল। এমন পরিস্থিতিতে এক হাঁটু পানি বেয়ে পরীক্ষা দিতে এসেছি। আগে বাসার ওখান থেকে চকবাজার রিকশা ভাড়া ৩০ টাকা নিলেও এখন চাচ্ছে ১০০ টাকা। বাধ্য হয়েই তো আসতে হচ্ছে। তবে পরীক্ষা এক ঘণ্টা পেছানোর কারণে কিছু স্বস্তি পাচ্ছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর