সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অ্যান্টিবায়োটিকে সরকারের কাজ হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

অ্যান্টিবায়োটিকে সরকারের কাজ হবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন। ওবায়দুল কাদেরকে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা যায় কি না এ জন্য মাঝে মধ্যে তার মুখ দিয়ে এসব কথাবার্তা বলানো হচ্ছে। তাকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। যদি ক্যান্সারের ঘা হয় তবে ওবায়দুল কাদেরের ওই কথার অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ ভিতর থেকেই তার যে জীবনীশক্তি, আওয়ামী সংগঠনের যে জীবনীশক্তি সেটি শুকিয়ে যাচ্ছে। এটা আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ অংশগ্রহণ করেন।

রিজভী বলেন, সরকার আন্তর্জাতিকভাবে চারদিক থেকে বিচ্ছিন্ন। সবাই এই সরকারকে ছি. ছি. ধিক্কার দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন নিয়ে, নিশিরাতের নির্বাচন নিয়ে একের পর এক তারা এখনো প্রতিবেদন করছেন। কোথাও মুখ দেখানোর জায়গা নেই এই সরকারের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর