সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বরিশাল মেডিকেলে র‌্যাগিংয়ের ঘটনা হাই কোর্টের নজরে আনলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হলে র‌্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনাটি হাই কোর্টের নজরে আনা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের নজরে ঘটনাটি আনেন আইনজীবী তামজিদ হাসান। পরে আদালত এ বিষয়ে রিট করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে আজ রিট করা হবে বলে ওই আইনজীবী জানিয়েছেন।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই ছাত্রীকে গভীর রাতে হলের একটি কক্ষে নিয়ে গালাগাল, হুমকি এবং মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে।

এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর