সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শাহ আমানতে যাত্রীর কাছ থেকে স্বর্ণসহ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রেজাউল করিম নামে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ, সিগারেটসহ ৪৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য জব্দ করেছেন এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। গতকাল সকাল ৯টায় ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ বিমানে করে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, রেজাউল একটি স্বর্ণবারের ৪০ হাজার টাকা ট্যাক্স দিয়ে কাস্টমস এরিনা অতিক্রম করে চলে যাওয়ার সময় দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের বার, ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি রিংসদৃশ স্বর্ণ, দুটি স্বর্ণের দন্ড সবমিলে ৫৩৯.৫ গ্রাম স্বর্ণ এবং দুটি মোবাইল ফোন একটি ল্যাপটপ ও দুই কার্টন সিগারেট উদ্ধার করা হয়। তিনি কৌশলে ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে স্বর্ণ আনেন। উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। পণ্যগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর