সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বিএনপিপন্থি আইনজীবীদের কমসূচি

পরিবেশ বিনষ্টের চেষ্টা বললেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দুই বিচারককে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। প্রধান বিচারপতির কাছে এ দাবি জানিয়ে তারা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে তা না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

আদালতের পরিবেশ বিনষ্টের চেষ্টা- অ্যাটর্নি জেনারেল : দুই বিচারপতিকে বিচারকাজ থেকে সরাতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার বিষয়ে  অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, আইনি বিষয়ে ব্যাখ্যা করা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা মাননীয় বিচারপতিদের বক্তব্যের খন্ডিত অংশ নিয়ে কথা বলছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি সর্বোচ্চ আদালতের পরিবেশ বিনষ্টের চেষ্টা হতে পারে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি জানি না কী কারণে তারা এসব করছেন। আদালতের পরিবেশ বিনষ্ট করা বা উত্তপ্ত করার চেষ্টা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর