সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিআরটিএতে হঠাৎ অভিযান চার দালালের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

বিআরটিএর উত্তরা কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়ে চার দালালকে ৩০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

জানা গেছে, বিআরটিএর উত্তরা কার্যালয়ে অভিযান পরিচালনাকালে মোটরযানের নাম্বার প্লেট সংযোজনসহ বিভিন্ন কাজে আগত গ্রাহকদের নিকট চাঁদা দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন দালালকে বাকবিতন্ডা করতে দেখেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় চার দালালকে হাতেনাতে আটক করা হয়, অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন- আহাদ আলী (৩৫), মো. শাহিন আলম (২৮), আলমগীর হোসেন (৪৮) এবং মো. সোহাগ (২৭)। পরে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর