মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিশুর পরিমিত পুষ্টিবিষয়ক গোলটেবিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিশুর পরিমিত পুষ্টিবিষয়ক গোলটেবিল অনুষ্ঠিত

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস-এনএনএস দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক আয়োজন করে গতকাল। ‘সোনালি ভবিষ্যৎ : জীবনের প্রথম ছয় মাসে শিশুর জন্য পরিমিত পুষ্টির গুরুত্ব’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস-এর লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মফিজুল ইসলাম বুলবুল ও পরিচিতিমূলক সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন সিএনএইচএ-এর ডেপুটি চিফ অব পার্টি মোহাম্মদ আলী রেজা। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগ অতিরিক্ত সচিব ডা. মো. আখতারুজ্জামান, আইপিএইচএন পরিচালক প্রফেসর ডা. শাহ গোলাম নবী, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক প্রফেসর ডা. তাহমিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। সহ-সঞ্চালক ছিলেন সিএনএইচএ টেকনিক্যাল লিড মোহাম্মদ হাফিজুল ইসলাম।

 

 

সর্বশেষ খবর