মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ২৫ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে ২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিবির নেতা সাদেকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে তাকে পীরগাছা থেকে গ্রেফতার করা হয়। সাদেকুল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মকবুল হোসাইন মুন্সীর ছেলে। গতকাল সকালে এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগীয় অফিসের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম জানান, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ছাত্রশিবির নেতা সাদেকুল সরকারি কাজে বাধাদান, রাস্তা অবরোধ, জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা ও হত্যাকান্ডের মতো অপরাধ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ২৫টি মামলা হয়। এরপর থেকে সাদেকুল দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে। সর্বশেষ পীরগাছা উপজেলায় একটি ওষুধ কোম্পানির চাকরি নিয়ে বসবাস শুরু করে। পুলিশ সাদেকুলকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে অভিযান অব্যাহত রাখে। এন্টি টেররিজম ইউনিট পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতারে সক্ষম হয়।

 

সর্বশেষ খবর