মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সেমিনারে বিশেষজ্ঞরা

ইন্দো-প্যাসিফিকে চিন্তার ভিন্নতার মূলে চীন

কূটনৈতিক প্রতিবেদক

ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে বিভিন্ন দেশের ভাবনায় ভিন্নতার মূল কারণ চীন নিয়ে দেশগুলোর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। তবে ইন্দো- প্যাসিফিক নিয়ে ভাবনার অন্য অনেক বিষয়ে সাদৃশ্যও আছে। গতকাল ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন।

সেমিনারের বিষয় ছিল ‘ইন্দো-প্যাসিফিক : কানাডার কৌশল ও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি : মূল বিষয়গুলোতে আরও নিবিড় দৃষ্টি’। এনএসইউয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর পিস স্টাডিজ এবং বাংলাদেশে কানাডার হাইকমিশন যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। সেমিনারে প্যানেল আলোচনায় সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ইন্দো-প্যাসিফিকে ন্যাটোর মতো কাঠামো নেই। এটি এখন অনেকে নতুন করে ভাবছে। ইন্দো-প্যাসিফিকের দেশগুলোর শুধু একটি ভাবনা হবে, এমন কথা নেই। অনুষ্ঠানে অন্যতম আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ভূ-রাজনীতিতে এত মেরুর বিশ্ব আগে কখনো ছিল না। পুঁজিবাদের এই যুগে বহুপক্ষীয়তার বড় কারণ কোনো পণ্যের সব কাঁচামাল এক দেশে পাওয়া যায় না। এটিই ‘গেম চেঞ্জার’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের সংবর্ধনার উদাহরণ দিয়ে অধ্যাপক ইমতিয়াজ বলেন, প্রেসিডেন্ট বাইডেন সংবর্ধনা দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও মোদিকে সংবর্ধনা দিয়েছেন। ইমতিয়াজ আহমেদ বলেন, কর্তৃত্ববাদী রাষ্ট্রকেও কিছু বিষয় পেশাদারির সঙ্গে করতে হয়। সিঙ্গাপুর কর্তৃত্ববাদী রাষ্ট্র। ওই দেশটি কখনো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গণতন্ত্র সম্মেলনে ডাক পায়নি। এর পরও সেখানে সবচেয়ে বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস তাঁর দেশের ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরেন। তিনি বলেন, কানাডা যে কারও সঙ্গে কাজ করতে পারে। এমনকি চীনের সঙ্গেও। তবে কানাডার কাছে মূল্যবোধ গুরুত্বপূর্ণ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, বঙ্গোপসাগর এলাকায় শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘এ অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও বৈরী ও একচেটিয়া হয়ে উঠেছে। এ কারণে অভ্যন্তরীণ বিবেচনায় বাংলাদেশের জন্য এ অঞ্চলের বিশেষ তাৎপর্য রয়েছে।’ খুরশেদ আলম বলেন, বাংলাদেশ বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী দেশ এবং বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি বড় অংশীদার- এটি বিশ্বে স্বীকৃত। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউয়ের উপাচার্য আতিকুল ইসলাম।

সর্বশেষ খবর