মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চবির প্রধান প্রকৌশলীকে মারধর তিন ঘণ্টা পানি-বিদ্যুৎ বন্ধ

চবি প্রতিনিধি

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহ তিন ঘণ্টা বন্ধ রাখেন প্রকৌশল দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘটনার উপযুক্ত বিচারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। গতকাল এসব ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাজু মুন্সী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল সকাল ৯টায় রাজু মুন্সী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

টাকা না পেয়ে ৩০ মিনিট পর নিরাপত্তা দফতরে এসে রাজু মুন্সী তাকে মারার হুমকি দেন।

তখন অন্য নিরাপত্তাকর্মীরা রাজুকে সরিয়ে দেন। এর কিছুক্ষণ পর প্রশাসনিক ভবনের সামনে গেলে আবদুর রাজ্জাককে ধাক্কা দেন রাজু মুন্সী। এরপর তাকে মারতে তেড়ে যান। এদিকে সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল কাটা পাহাড় এলাকায় চলমান কাজ পরিদর্শনে যান। এ সময় রাজু মুন্সী তাকে কিল-ঘুসি মারেন। সেখান থেকে সরে গেলে এর কিছুক্ষণ পর প্রশাসনিক ভবনের সামনে আবারও তাকে মারতে যান তিনি।

সর্বশেষ খবর