মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বুদ্ধিজীবীদের বিবৃতি কি শ্রমিকদের বঞ্চিত করার জন্য, প্রশ্ন তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানির’ প্রতিবাদে বিবৃতি দেওয়া বিশিষ্ট ব্যক্তিরা শ্রমিকদের পক্ষে কেন বক্তব্য দেননি? বুদ্ধিজীবীদের বিবৃতি কি তবে শ্রমিকদের বঞ্চিত করার জন্য? গতকাল পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বিবৃতি প্রদানকারী ৩৪ জন বুদ্ধিজীবীকে বলতে চাই, শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নেই কেন? ১২০০ কোটি টাকা শ্রমিকদের পাওনা ছিল সেই পাওনা না দিয়ে সেটা জালিয়াতির মাধ্যমে কমিয়ে ৪০০ কোটি টাকা করা হলো আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন! আপনাদের বুদ্ধিটা কি এখানে লোপ পেয়েছে, নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছেন- এটি হচ্ছে আমার প্রশ্ন।

এ সময় টেলিভিশনসহ বেসরকারি গণমাধ্যমকর্মীদের সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার জন্য গণমাধ্যম মালিকদের আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন দীর্ঘদিন ধরে সংসদীয় কমিটিতে আছে। টেলিভিশন মালিকদের একটি অংশ গণমাধ্যমকর্মী আইন পাস হওয়ার পক্ষে নন। বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসনরা যেন সঠিক বেতন পান, তা বিবেচনা করতে মালিকপক্ষের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

সর্বশেষ খবর