বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীর পদ্মায় ৫ বছরে ৫৭ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে গত পাঁচ বছরে খেয়া পারাপার, নৌকাডুবি বা গোসল করতে নেমে মারা গেছেন অন্তত ৫৭ জন। নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। বিনোদন কেন্দ্রে এসে লাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য বলছে, গত পাঁচ বছরে পদ্মায় অন্তত ৫৭ জন ডুবে মারা গেছে। এদের মধ্যে গোসল করতে নেমে ২১, নৌকা ভ্রমণ কিংবা খেয়া পারাপার করতে গিয়ে নৌকা ডুবে মারা গেছেন ২২ জন। এ ছাড়াও বিভিন্ন সময় পদ্মায় মিলেছে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত ১৪টি লাশ। এখনো নিখোঁজ অন্তত ছয়জন। রাজশাহী নৌ-পুলিশের পুলিশ সুপার রুহুল কবীর খান বলেন, রাজশাহীর পদ্মা নদীতে যতগুলো ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে, সেগুলো তারা চিহ্নিত করেছেন। পদ্মায় দুর্ঘটনা এড়াতে মাঝিদের পাশাপাশি নৌ-ভ্রমণকারীদেরও সচেতন করতে কাজ করছে নৌ-পুলিশ। পদ্মায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। গঠন করা হয় তদন্ত কমিটি। তবে নৌ-দুর্ঘটনা রোধে কমিটির দেওয়া কোনো সুপারিশ, মাঠ পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ দেখা যায় না। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নৌ-দুর্ঘটনা রোধে মাঝি ও বিনোদনপ্রেমীদের সচেতন করতে পদ্মা পাড়জুড়ে নানা উদ্যোগ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর