বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আজ শুনানি

বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আইনজীবী নাজমুল হুদার পক্ষে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি গতকাল এ আবেদন দায়ের করেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ সাতজনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় আজ এক নম্বর ক্রমিকে রয়েছে। গতকাল আইনজীবী নাহিদ সুলতানা যুথী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আবেদনের বিষয়টি উপস্থাপন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, যেহেতু বেঞ্চ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে কাজেই আজ এটি শুনবেন না। তিনি তার সচিবের কাছে এটি জমা দিয়ে যেতে বলেন। আর্জিতে বলা হয়, বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। গত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ ছাড়া ওই দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখতে আলটিমেটামও দিয়েছেন তারা। জানিয়েছেন দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত না রাখলে কঠিন কর্মসূচি দেওয়া হবে। প্রায় প্রতিদিনই মিছিল সমাবেশ করে আসছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর