বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে নামছে ২০ আধুনিক ‘স্মার্ট স্কুলবাস’

উদ্বেগ-উৎকণ্ঠা কমবে অভিভাবকদের

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

সন্তান স্কুলে যাবে। কিন্তু পথে, বিদ্যালয়ে, যানবাহনে কী হচ্ছে তা নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতে হয় মা-বাবাকে। বাসায় না ফেরা পর্যন্ত শেষ হয় না সে উদ্বেগ। প্রতিটি দিন এমনই উৎকণ্ঠায় পার করতে হয় অভিভাবকদের। কিন্তু এবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘স্মার্ট স্কুলবাস’ শীর্ষক উদ্যোগের কারণে নিরসন হচ্ছে সেই উদ্বেগ-উৎকণ্ঠা। বিদ্যালয়ে নির্বিঘ্ন যাতায়াতে নিবিড় মনিটরিংয়ে থাকবে শিক্ষার্থীরা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) স্কুলবাস প্রদানে সহযোগিতা করছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চালু করা হবে স্মার্ট স্কুলবাস। জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ভাড়া এবং নির্বিঘ্ন যাতায়াতে ‘স্মার্ট স্কুলবাস’ নামে একটি উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে নির্ধারিত ফরমে ৩ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। প্রথম দিকে ২০টি দ্বিতল বাস নগরের গুরুত্বপূর্ণ সড়কের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহন করবে। বাসগুলোয় থাকবে উন্নত প্রযুক্তির অ্যাপস। অ্যাপসের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট সুবিধা, অভিভাবকদের দুশ্চিন্তা নিরসনে জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাসগুলোর সঠিক অবস্থান জানার সুবিধা, অভিভাবকরা নিজের সন্তানের অবস্থান ও আচরণবিধি আইপি ক্যামেরার মাধ্যমে ঘর-অফিসে বসে দেখার সুবিধা নিশ্চিতে নিরাপদে স্কুল-কলেজে যাতায়াতের সুব্যবস্থা থাকবে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘নগরের স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে অসহনীয় যানজট, অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠা-ভোগান্তি, যাতায়াত খরচ, জ্বালানি অপচয়, সড়ক দুর্ঘটনা, অনিরাপদ স্কুলযাত্রাসহ অভিভাবকদের কর্মঘণ্টা নষ্ট হয়। এ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম নগরের শিক্ষার্থীদের নিরাপদ-সাশ্রয়ী যাতায়াতব্যবস্থা নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগ ও বিআরটিসির সহযোগিতায় শহরের বিভিন্ন রুটে স্মার্ট স্কুলবাস চালু করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন পদ্ধতি আছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক বলেন, ‘নির্দিষ্ট ডিভাইসের মাধ্যমে বাসগুলো মনিটরিং করা হবে। প্রতিদিন ২০টি বাসে ৩ হাজারের বেশি শিক্ষার্থী যাতায়াত করবে। দ্বিতল বাসে ছাত্ররা নিচে এবং ছাত্রীরা ওপরে বসে বিদ্যালয়ে আসা-যাওয়া করবে। এর মাধ্যমে অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠা কমবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্মার্ট স্কুলবাসের নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হবে একটি স্মার্টকার্ড। ওঠানামার সময় সেটি বাসে থাকা ডিজিটাল হাজিরা ডিভাইসে প্রদর্শন করবে। এতে স্বয়ংক্রিয়ভাবেই অভিভাবকের কাছে চলে যাবে খুদে বার্তা ‘আপনার সন্তান বাসে উঠেছে/নেমেছে’। এর মাধ্যমে অভিভাবকরা অবগত হবেন নিজের সন্তানের অবস্থান। তা ছাড়া শিক্ষার্থীদের দেওয়া কার্ডে টাকা রিচার্জ করা যাবে। সেখান থেকেই স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কেটে নেওয়া হবে। বাসের আইপি ক্যামেরার অ্যাড্রেস অভিভাবকদের দেওয়া হবে। অভিভাবকরা মোবাইলের মাধ্যমে নিজের সন্তানদের গতিবিধি নিজেরাই দেখতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর