বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন কাজী পেয়ারার উদ্ভাবক ড. বদরুদ্দোজা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চলে গেলেন কাজী পেয়ারার উদ্ভাবক ড. বদরুদ্দোজা

দেশের খ্যাতনামা কৃষিবিজ্ঞানী কাজী পেয়ারার উদ্ভাবক জাতীয় ইমেরিটাস বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা আর নেই। গতকাল রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবনের শেষ সময়েও কৃষি থেকে বিমুখ করতে পারেনি তাঁকে। কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন এই কৃষিবিজ্ঞানী। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক। ১৯৪৮ সালে পাকিস্তান বিভাগীয় পাবলিক সার্ভিস কমিশনের অনুমোদনে এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরিতে কর্মজীবন শুরু করেন। পরে ‘ফুলব্রাইট’ স্কলারশিপ পেয়ে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ১৯৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ক্রপ বোটানিতে পিএইচডি ডিগ্রি লাভ করে দেশে ফিরে এসে কৃষি গবেষণায় আত্মনিয়োগ করেন ড. কাজী এম বদরুদ্দোজা। তিনি পেয়ারার একটি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেন, যা তাঁর নামানুসারে ‘কাজী পেয়ারা’ নামকরণ করা হয়েছে।

তিনি ১৯২৭ সালের ১ জানুয়ারি বগুড়ায় জন্ম গ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর