বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পোশাক কারখানায় এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েই গেছে : সিপিডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আলোচিত রানা প্লাজা ধসের ঘটনার পর তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কাজ শুরু হয়। গত ১০ বছরে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অনেক কাজ হলেও তা পুরোপুরি শেষ হয়নি। ফলে পোশাক কারখানায় এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েই গেছে। গতকাল রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামীম আহমেদ। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় দুশ্চিন্তার    বিষয় হচ্ছে, দেশে সর্বমোট ৮৫৬টি পোশাক কারখানায় কোনো ধরনের তদারকি ব্যবস্থা নেই। যদিও তারা অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি করছে। এসব কারখানার কোনোটিতে দুর্ঘটনা ঘটলে পুরো পোশাক খাতের ওপর নতুন করে চাপ তৈরি হবে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে রপ্তানিমুখী শিল্পকারখানায় গত কয়েক বছরে অগ্নিদুর্ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২০ সালে ১৭৭টি অগ্নিদুর্ঘটনা ঘটেছিল। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ২৪১টি। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখনো শূন্যে নামেনি। ২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা যান ১৩ পোশাকশ্রমিক। ২০২২ সালে চারজন। সংবাদ সম্মেলনে বলা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে।

নিরাপত্তা ত্রুটি রয়েছে এমন কারখানার উৎপাদন সাময়িক বন্ধ করার মতো আইনি ক্ষমতা তাদের দেওয়া প্রয়োজন। একই সঙ্গে আরএসসি ও ডিআইএফইয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। অন্যদিকে আরএসসিকে ফলোআপ পরিদর্শন বাড়াতে হবে। কারখানা পরিদর্শনে বয়লারকে যুক্ত করা প্রয়োজন।

সর্বশেষ খবর