শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে : রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ডেঙ্গুজ্বর প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ডেঙ্গু জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। গতকাল এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। রওশন এরশাদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো ও সিটি করপোরেশনকে সমন্বয় রেখে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলো ভরে যাচ্ছে ডেঙ্গু রোগীতে। আক্রান্তদের ডেঙ্গু পরীক্ষা করতে ভোগান্তির শেষ নেই। ঘুরতে হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। তিনি বলেন, ডেঙ্গু কেন ভয়াবহ রূপ নিয়েছে তার কারণ খুঁজে বের করতে হবে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের সিট বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

 তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। হাসপাতালের পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং ডাক্তারদের সার্বক্ষণিক রোগীদের দেখাশোনা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর