শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আঘাত এলে পাল্টা আঘাত : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

আঘাত এলে পাল্টা আঘাত : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যুগে যুগে শুধু মার খাব না। এ জন্য দেশ স্বাধীন করিনি। কেউ আঘাত করলে পাল্টা আঘাত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমরা কোনো প্রাণহানি চাই না। শান্তিপূর্ণভাবে পদত্যাগ চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত সরকার পতনের জন্য মাঠে থাকব। গতকাল কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লা বুলু, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু প্রমুখ।

 নিতাই রায় চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে খালেদা জিয়াকে বন্দি করে বলছেন- কে হবেন প্রধানমন্ত্রী? প্রধান বিচারপতি বিদায় বেলায় বললেন, বিচার বিভাগ যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে। তাহলে আপনি কি বলতে পারবেন যে, খালেদা জিয়া কোন আইনে জামিন পেলেন না? আপনি তো দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর