শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেষ দিনেও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন মূল্যসূচকের ঊর্ধ্বমুখী ধারায় সপ্তাহের শেষ দিনের লেনদেনেও সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬৭টির। আর ১৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬২৯৯ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা। আগের দিন হয় ৪১৩ কোটি ৪০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। দাম কমেছে ৪০টির এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের দিন হয় ১৬ কোটি ১০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর